পিরোজপুরে মাদকবিরোধী সাইকেল র্যালি অনুিষ্ঠত হয়েছে। বুধবার বিকেলে শহরের জেলা স্কুল মাঠে পুলিশ সুপার মোহম্মদ সালাম কবিরের সভাপতিত্বে মাদক ব্যবসায়ী, সেবীদের আত্মসমর্পণ ও পুনর্বাসন এবং কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবাদ বিরোধী সভার আয়োজন করা হয়।
এর আগে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে জেলা পুলিশের উদ্যোগে ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহম্মদ সালাম কবির ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের নেতৃত্বে র্যালির বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সিভিল সার্জন ডা. রফিকুল আলম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/আরাফাত