নোয়াখালীর সূবর্ণচর উপজেলার থানার হাট চর বৈশাখী গ্রামে সৈয়দ আহাম্মদের বসত ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
এ সময় ঘরে থাকা বৃদ্ধা হোসনে আরা (৮০) এ আগুনে দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মারা যান। জানা যায় মঙ্গলবার রাতে বসত ঘরে চেরাগের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। আগুনে পুরো ঘর পুড়ে যায়।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান