নোয়াখালীর সুধারামে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, ৪ জন আহত হয়েছে।
বুধবার রাত ১০টায় র সোনাপুর-কালিতারা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, সোনাপুর থেকে ৫ জন যাত্রী সিএনজি করে রামগতি যাওয়ার পথে কালিতারা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক জন মারা যায়, আহত হয় ৪জন। সবাই সিএনজির যাত্রী। ঘাতক পিকআপটি আটক করার চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ওয়াসিফ