ময়মনসিংহের তারাকন্দায় বালু ভর্তি ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোবাইকের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- চালক আল-আমিন (২৫) ও যাত্রী হক মিয়া (৩০)।
তারাকান্দার থানার ওসি মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাকিব নামের আট বছরের এক শিশুও রয়েছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক ওই ইজি বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক এবং তার সহকারী পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ