ফরিদপুরের মধুখালীতে ৯৫ হাজার ডলারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি ব্রিজের পূর্ব পাশ থেকে একটি লোকাল বাস থেকে ডলার পাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
এরা হলেন, মির্জা নজরুল ইসলামের (কানন) ছেলে মির্জা জানেবুল মেহেদী ওরফে ছন্দ (৩২) এবং মির্জা মো. লাভলুর ছেলে মো. মেজবাউদ্দিন ওরফে মির্জা রাব্বী (২৪)। এদের বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামে।
মধুখালী থানার উপ পরিদর্শক (এস আই) মো. হাকিম মোল্যা জানান, আটককৃতদের নামে চোরা চালান মামলা দিয়ে বুধবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল