রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পতিতা পল্লী থেকে ১১৪ পিস ইয়াবাসহ বাবু ভাবুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে র্যাব-৮। বুধবার রাত ৮টার দিকে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অাটক বাবু ভাবুক বরিশালের গৌরনদী থানার চানচি গ্রামের এ্যান্থনি ভাবুকের ছেলে। তিনি রাজবাড়ী গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার পোড়া ভিটা গলির সফি জমিদার বাড়ি থেকে মাদক ব্যবসা করতো।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল