ঝিনাইদহের মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামে পানিতে ডুবে সাড়ে তিন বছরের হাসি ও খুশি নামে জমজ বোনের মৃত্যু হয়েছে। আজ সকালে তাদের মৃত্যু হয়। তারা ওই গ্রামের জহুরুল ইসলামের সাড়ে মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসি ও খুশি সকালে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের ডোবায় শাপলা তুলতে গিয়ে ডুবে যায়। স্বজনরা টের পেয়ে শিশু দু’টিকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আবাসিক মেডিকেল অফিসার মাহবুবুল আলম তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মন্টু মিয়া।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল