টাঙ্গাইলের সখীপুরে তিন ভ্রাম্যমাণ পতিতাসহ চার খদ্দেরকে গ্রেফতার রেখেছে পুলিশ। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- তিন পতিতা- কাঠালবাড়ি উপজেলার আবুল হোসেনের মেয়ে আখি আক্তার (২৩), বোরহান উদ্দিন উপজেলার পদামনোশা গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী মোর্শেদা আক্তার (১৯), রায়পুর উপজেলার উত্তরপাড়া গ্রামের সাগর মিয়ার স্ত্রী নীলা আক্তার (২৬। চার খদ্দের- সিংড়া উপজেলার মহসিন মিয়ার ছেলে সোলাইমান মিয়া (৩৫), শ্রীবর্দি উপজেলার চকবন্ধি গ্রামের নূরুল ইসলামের ছেলে আল আমীন (৩৫), গৌরিপুর উপজেলার আমির হোসেনের ছেলে রাকিব হাসান (২০) এবং ইশ্বরগঞ্জ উপজেলা বিল খেউরা গ্রামের নেকবর হোসেনের ছেলে লিটন আহমে (৩৯)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে পৌরসভার উত্তরা আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তিন পতিতাসহ চার খদ্দেরকে গ্রেফতার করা হয়েছে।আজ সোমবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার