নাটোরের সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও মিউনিসিপাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র সাবেক মহাসচিব, সিংড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আল রাজি (৪৮) এর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিংড়া কোর্টমাঠে জানাযা শেষে তাকে সিংড়া দমদমা আল জামেয়াতুল মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে ৩দিনের শোক ঘোষণা করেছে উপজেলা বিএনপি। মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন, রাজশাহীর সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালুজ্জামান, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এড. মজিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, উপজেলা জামায়াতের আমির আ.ব.ম আমান উল্লাহ, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে কালো ব্যাচ ধারন করে ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
বিদেশে অবস্থানরত বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন