বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, বিএনপিকে আগামী নির্বাচনে জনগণই ভোটের মাধ্যমে রাজপথ থেকে বিতাড়িত করবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের উন্নয়নের কথা সাধারণ মানুষকে বোঝাতে হবে। আর দলের নাম ভাঙিয়ে যেসব লোক উন্নয়নে বাধা সৃষ্টি করছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
সোমবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের দেড় যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেখ হেলাল আরও বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার জন্য মানসম্মত পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের উচিত হবে মনোযোগ দিয়ে লেখাপড়া করা। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকতের প্রতি আহ্বান জানান।
শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজাজামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, এমপির স্ত্রী রূপা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের আগে প্রধান অতিথি প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শেখ হেলাল ডিগ্রী কলেজ সাইক্লোন শেল্টার, শেখ হেলাল উদ্দিন আইসিটি ভবন, কলেজের প্রশাসনিক ভবন ও নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৮/আরাফাত