কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষের জেরে নুরুল আবছার (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার আবুল কালামের ছেলে ও জালাল বাহিনীর সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে আজ রাত সাড়ে ৮টা থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আবছার নামে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার