সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় মমতা বেগম (৪০) নামে এক নারী নিহত ও তার শিশু সন্তান আহত হয়েছে। সোমবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতা বেগম উপজেলার বড়কুড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, রাতে মমতা তার শিশু সন্তানকে কোলে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা নিহত ও তার শিশু সন্তান আহত হন।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম