গাজীপুরে ট্রাকের ধাক্কায় রুবেল মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানীর জসিম মোল্লার ছেলে।
সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই জানান, সকালে ট্রাকযোগে রুবেল মোল্লা ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় হোতাপাড়া এলাকায় পৌঁছালে অন্য আরেকটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যান। ধারণা করা হচ্ছে তিনি ওই ট্রাকের চালক কিংবা সহকারী ছিলেন।
তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৯ জানুয়ারি,২০১৮/ ই জাহান