হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার ভোররাত ও সকালে পৃথক অভিযান চালিয়ে ৬৭ বোতল মদ, পাঁচ পিস ইয়াবা ও ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, সকালে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার নজরুল ইসলামসহ বিজিবি সদস্যরা স্থানীয় একটি মাঠে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
অন্যদিকে উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ও ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করেন। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ