গোপালগঞ্জে অভিযান চালিয়ে পলাতক আসামি নজরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আসামি নজরুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম একই গ্রামের রতন শেখের ছেলে।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. হযরত আলী জানান, ২০১৭ সালে ঢাকার দারুস ছালাম থানার একটি মাদক মামলায় নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এতোদিন তিনি পলাতক ছিলেন। রাতে তিনি নিজের গ্রামে অবস্থান করছেন জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার