নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় লরিচাপায় এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম তসলিম উদ্দিন, বয়স ৬০ বছর। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী তসলিম বাড়ি থেকে সাইকেলে করে সৈয়দপুর শহরে আসছিলেন। পথে বাস টার্মিনাল এলাকায় উত্তরা ইপিজেডের পণ্যবাহী মালিহা কন্টেইনার ক্যারিয়ার সার্ভিসের একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
লরিটি জব্দ করা হলেও চালক-হেলপার আগেই পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
নিহত তসলিমের বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়ায়।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ