চাকরি জাতীয়করণের দাবিতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জের শিক্ষক ও কর্মচারিরা।
উপজেলার ৮টি কলেজ ও মাধ্যমিক স্তরের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক ও কর্মচারি মঙ্গলবার বেলা ১১টায় শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা পরিষদ এলাকায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তৃতা দেন শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক মো. আলী আহম্মদ গাজী, প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন ও মো. আবু ছালেহ। কেজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা খাতুন মানববন্ধন ও আলোচনা পর্বে সভাপতিত্ব করেন।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা