রংপুরের বদরগঞ্জে দুই মাদক বিক্রেতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- গোপালপুর ইউপির শিবপুর সাহাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাবুদ মিয়া (৪৮) ও রাধানগর ইউপির হাইছুল মেম্বারের ছেলে ভাদু মিয়া (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে গোপীনাথপুর কাচারীপাড়ার নির্মল রায়ের ছেলে দয়াল রায় (৩২) নামে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন