১১ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। আজ দুপুরে শহরের চৌরঙ্গি মোড়স্থ স্বাধীনতা স্মৃতি অম্লান প্রাঙ্গণে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি নীলফামারী সদর উপজেলার আয়োজনে মানববন্ধনে ৯টি সংগঠনের নেতাসহ শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন, সংগ্রাম কমিটির সভাপতি মৃনাল কান্তি রায়।বক্তব্য রাখেন সুপার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আবু হেনা গোলাম ফেরদৌস, মজিবুল হক, প্রভাষক পরিতোষ কুমার রায়, কাজী দৌলত হোসেন, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও অধ্যক্ষ আশরাফুজ্জামান জুয়েল সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক সুধির কুমার রায় জানান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারী প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শতকরা ৫টাকা হারে বার্ষিক প্রভৃতি, পূণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক কর্মচারীদের ১১দফা দাবি বাস্তবায়নে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার