ঝিনাইদহের কালীগঞ্জ আরপাড়া গ্রাম থেকে মঙ্গলবার র্যাব অভিযান চালিয়ে কিনারাম দাস (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১০২ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কালীগঞ্জ আড়পাড়া গ্রামের মৃত বাসু দেব দাসের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ উপজেলার আরপাড়া গ্রামের একটি বাড়িতে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী শ্রী কিনারাম দাসকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে ১০২ লিটার বাংলা মদ উদ্ধার করে।
তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ