শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া, ও চিকিৎসা ভাতা সহ ১১দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সদর উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সদর উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিভাগীয় সমন্বয়কারী ও বাকশিসের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, মোজাম্মেল হক ও শাহ্ আলম মোল্লা প্রমুখ।
মানববন্ধন থেকে একই দাবিতে আগামী ১৪ জানুয়ারি সারা দেশের সকল জেলা সদরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ