শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা,বাড়ি ভাড়া, বাংলা নববর্ষ ভাতা ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক কর্মচারীদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালগঞ্জ সদর উপজেলা শাখা। আজ স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ শাম্মী আখতারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীল চন্দ্র শীল, জেলা শিক্ষক সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল বিশ্বাস, জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক এনায়েত হোসেন ,বর্তমান সভাপতি মো. মাহে আলম, সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছাড়,সহকারী শিক্ষক ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার