আব্দুস সালাম বাঁধনকে সভাপতি ও মোন্তাসির জামান মৃদুলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা ছাত্রলীগের কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত একটি পত্রে এ কমিটির অনুমোদন দেন।
কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি কুদরত ই খুদা রুবেল, গাফফারুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার, ইমরান হাবিব, সাংগঠানিক সম্পাদক মাসুদ রানা, সাজেদুর রহমান সাজু।
এর আগে গত ডিসেম্বর মাসের ২০ তারিখে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়। পরে সম্মেলন শেষে সন্ধ্যায় দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন কমিটি অনুমোদন না দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেহেরপুর ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল