রাঙামাটিতে ইউপিডিএফের দুই নেতাকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা অনাদী রঞ্জন চাকমা ও অনল বিকাশ চাকমা প্লুটোর পরিবারের উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়েল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অনাদী রঞ্জন চাকমার ছেলে রিন্টু চাকমা।
এসময় অনল বিকাশ চাকমা প্লুটের স্ত্রী আলপনা চাকমা ও অনাদী রঞ্জন চাকমার স্ত্রী মনাদেবী চাকমাসহ দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নিহতের পরিবার অভিযোগ করে বলেন, গত ৫ ডিসেম্বর সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে তৈচাকমা দজর পাড়া এলাকায় (১৮ মাইল) গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার ১০ দিন পর অর্থাৎ গত ১৫ ডিসেম্বর বন্দুকভাঙার ধামাইছড়া মোনপাড়া নামক স্থানে ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমা প্লুটোকে গুলি করে খুন করা হয়। এই দু’টি হত্যাকাণ্ডের জন্য বর্মা ও তরুর অর্থাৎ নব্য মুখোশ বাহিনী নামক সংগঠনকে দায়ী করে তাদের পরিবারগুলো।
তারা আরও বলেন, তপন জ্যোতি চাকমা বর্মা একজন দাগী আসামি। নব্য মুখোশ বাহিনীর প্রধান তপন বিকাশ চাকমা ওরফে বর্মা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরে একজন দাগী আসামি ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে কেবল নানিয়াচর থানায় খুন ও অপহরণসহ বিভিন্ন অপরাধে ৫টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে একটি হল- তৎকালীন ঘিলাছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলা (২০০৬ সালে)। এছাড়া জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী ও বরকল সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো মামলা থাকতে পারে। তার গ্রুপের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধেও একইভাবে বিভিন্ন মামলা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল- অবিলম্বে অনাদী রঞ্জন চাকমা, অনল বিকাশ চাকমা প্লুটো ও মিঠুন চাকমার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্মা-তরুর নেতৃত্বাধীন ‘নব্য মুখোশ বাহিনী’ নামক সন্ত্রাসী সংগঠনটি নিষিদ্ধ করে তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে এবং এসব সন্ত্রাসী ও তাদের গডফাদারদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ভবিষ্যতে যাতে আর কাউকে অনাদী, প্লূটো ও মিঠুনের মতো অকালে প্রাণ হারাতে না হয় এবং আর কোনো পরিবারকে এ ধরনের ভাগ্য বরণ করতে না হয়, তার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল