টাঙ্গাইলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আজহার আলী’র নেতৃত্বে জেলার ১২টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন কলেজ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল