সিলেটে ছাত্রলীগকর্মী তানিম খান খুনের ঘটনায় মুরারিচাঁদ (এমসি) ও সরকারি কলেজে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে ছাত্রলীগ। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজ দুপুরে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী।
এছাড়া হত্যাকান্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও শুক্রবার জুম্মার নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগকর্মী ও সিলেট সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র তানিম খান। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার