মাদারীপুরে ইজিবাইকে মায়ের শাড়ি কাপড়ের আচঁল পেঁচিয়ে আদুরী (৪) নামে এক শিশু মারা গেছে। আজ বেলা ৩ টার দিকে রাজৈর উপজেলার শানেরপাড়-শ্রীনদী সড়কে এই দুঘর্টনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইকযোগে শানেরপাড়-শ্রীনদী সড়ক দিয়ে আদুরীর মা তাকে নিয়ে নিজ গ্রাম মজুমদারকান্দী থেকে নানা বাড়ি গোপালগঞ্জ যাচ্ছিল। এসময় হঠাৎ ইজিবাইকে আদুরীর মার শাড়ির আচঁল পেঁচিয়ে গেলে শিশুটি কোল থেকে রাস্তায় ছিটকে ফেলে। তখন ঘটনাস্থলে শ্রীনদী থেকে আসা একটি মাহিন্দ্র শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশুটিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশু আদরী মজুমদারকান্দি গ্রামের রাজ্জাক শেখের মেয়ে।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার