সীমান্তে হত্যাকাণ্ড ক্রমান্বয়ে কমে আসছে জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্তে যেখানে ৫০ থেকে ৫১ জন হত্যাকাণ্ডের শিকার হতো, সেখানে গত বছরে তা কমে ২০ থেকে ২১ জনে নেমে এসেছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে জনসচেতনতামূলক সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকার লোকজন সহযোগিতা করলে সীমান্তে অপরাধপ্রবণতা কমে যাবে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত জুড়ে সড়ক নির্মাণ করা হবে। এছাড়া সীমান্ত নিরাপত্তা বাড়ানোর জন্য শিগগিরই আরও ১৫ হাজার বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হবে।
পাটগ্রাম উপজেলার জমগ্রাম স্কুল মাঠে সীমান্ত এলাকার লোকজনের সাথে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং চোরাচালান নিরোধ বিষয়ে বক্তব্য প্রদান করেন তিনি।
এসময় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করেন বিজিবি মহাপরিচালক। এতে আরও উপস্থিত ছিলেন- রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম, ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজ উল বারী, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম