টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যায় মাসব্যাপী কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। টেকনাফ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান এ মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান, যুগ্ন সম্পাদক ফজলুল কবির, পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম ধইল্লা, যুবলীগ নেতা মোস্তাক, আনোয়ার, এবাদুতুর রহিম বাদল প্রমুখ।
জানা যায়, টেকনাফ সেভেন স্টার গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। মাসব্যাপী মেলায় বিভিন্ন শিল্পের শতাধিক স্টল এবং শিশু-কিশোরদের জন্য শিক্ষা ও বিনোদনের জন্য ভিন্নধর্মী পর্ব রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম