৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের মত সমস্কেলে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে আদমদিঘী উপজেলায় গ্রাম পুলিশের সদস্যরা মানববন্ধন, স্বারকলিপি প্রদানসহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার আদমদীঘি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশরা প্রায় আধাঘণ্টা বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে।
গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন ও সম্পাদক তবিবর রহমানের নেতৃত্বে বেলা ১২টায় মানববন্ধন কর্মসূচি পালন শেষে রাস্তা অবরোধ করে। এসময় সড়কের দুই ধারে শতশত যানবাহন আটক পড়ে জন দুর্ভোগের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন জানান, তাদের দাবি সম্বলিত স্বারকলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল