বাগেরহাটের মোরেলগঞ্জে জালিয়াতির আশ্রয়ে কাগজপত্র তৈরী করে জমি কবলা রেজিস্ট্রি করতে গিয়ে দুই ব্যক্তি আটক হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে হারেছ খান (দাতা) ও জাকির হাওলাদার(গ্রহিতা) নামে ওই দু’জনকে পুলিশে সোপর্দ করেন উপজেলা সাব-রেজিস্ট্রার লুৎফুন নাহার লতা।
জানা গেছে, পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের মৃত সুন্দর আলী খানের ছেলে হারেস খানের .৯ শতক জমি ৭৫ হাজার টাকায় ক্রয় করতে রাজি হন মৃত মোবারেক আলী হাওলাদারের ছেলে জাকির হোসেন (৪০)। ওই জমির বিপরীতে কৃষি ব্যাংকে লোন নেওয়া রয়েছে হারেছ খানের।
সে কারণে গ্রহীতা জাকির জমি রেজিস্ট্রিতে প্রয়োজনীয় পরচা, দাখিলা তৈরীর দায়িত্ব নেন। তিনি খুলনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার সিল সই জাল করে কাগজ তৈরী করে মঙ্গলবার দলিল রেজিস্ট্রি করতে যান মোরেলগঞ্জ রেজিস্ট্রি অফিসে।
সাব রেজিস্ট্রার লুৎফুন নাহার লতা বলেন, ‘কাগজ পত্র দেখে সন্দেহ হলে দলিলটি আটকে রেখে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইনকে জানাই। ইউএনও পুলিশ নিয়ে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যান’।
এ সম্পর্কে আলমগীর হুসাইন বলেন, জ্ঞিাসাবাদে জালিয়াতির কথা তারা স্বীকার করেছেন জমির গ্রহীতা জাকির। এখন এই জালিয়াতি চক্রের মূল হোতাকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল