হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিজিত কুমার ভট্রাচার্য্য ও কলেজের ক্যাশিয়ার বাবুল মিয়া বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ১ হাজার ৮০৪ টাকা আত্মসাতের দায়ে দুদক মামলা করেছে। আজ বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন উপ-পরিচালক মলয় কুমার সাহা।
বর্তমানে বিজিত কুমার ভট্রাচার্য্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২ এপ্রিল থেকে ২০১৫ সালের ৫ এপ্রিল দায়িত্ব পালনকালে অধ্যক্ষ বিজিত কুমার ভট্রাচার্য্য ও ক্যাশিয়ার বাবুল মিয়া যোগসাজসে ক্ষমতায় অপব্যবহারের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন খাতের ফি বাবদ আদায়কৃত ১ কোটি ৯১ লাখ ১ হাজার ৮০৪ টাকা কলেজের সংশ্লিষ্ট খাতে ব্যয়, ব্যাংকে জমা, ভাউচার দাখিল না করে আসামিরা আত্মাসাত করেন। এ ব্যাপারে দুদক তদন্ত করে এর সত্যতা পায়। এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে এ মামলা দায়ের করা হয়।
জেলা দুর্নীতি দমন কমিশন উপ-পরিচালক মলয় কুমার সাহা জানান, আসামিদের যোগসাজসে কলেজের টাকা আত্মসাতের অভিযোগে দুদক তদন্ত করে সত্যতা পায়। এ প্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি রেকর্ড করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, কলেজের টাকা আত্মসাতের অভিযোগ দুদক মামলাটি দায়ের করেন। মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল