স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামি নির্বাচনে মানুষ ভুল সিদ্ধান্ত নিলে দেশের উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে। মন্ত্রী আজ সকালে কবি জসিম উদ্দীন হলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদপুরে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম।
পরে মন্ত্রী ২ হাজার ৭শ' শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল এবং ৯ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/হিমেল