বগুড়ার ধুনটে উদ্বোধনের কয়েক ঘন্টা আগেই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকাল ১০টায় বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী এলাকায় এঘটনা ঘটে।
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানায়, ২০০৬ সালের ১০ই অক্টোবর ধুনট পৌর এলাকার ফলপট্টি এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে কতিপয় বক্তিরা। এরপর থেকেই ধুনট উপজেলা বিএনপির কোন দলীয় কার্যালয় ছিল না। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিউজ্জামান খোকন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে তার ব্যক্তিগত জায়গায় ধুনট উপজেলা বিএনপির দলীয় কার্যালয় নির্মাণ করেন। আজ বিকাল ৩টায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউজ্জামান খোকন ও শোকরানা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ অতিথি হিসাবে দলীয় কার্যালয়ের উদ্বোধন করার কথা ছিল। এদিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধনের সংবাদ পেয়ে সকাল ১০টায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে টিনের বেড়া ও চেয়ার টেবিল ভাঙচুর করে। ভাঙচুর ঘটনার প্রতিবাদ জানালেও নতুন কার্যালয়ের আর উদ্বোধন করা হয়নি।
ধুনট উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশা জানান, উপজেলা বিএনপির কোন দলীয় কার্যালয় না থাকায় তার ভাই শফিউজ্জামান খোকন নিজের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ করে দেন। আজ আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে টিনের বেড়া ও চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এছাড়া দলীয় ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন বলেন, কে বা কারা হামলা করে ভাঙচুর করেছে, তা তিনি জানেন না। এ ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নয়।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার