শত প্রতিকূলতা কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তরিত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূতি উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে আমাদের বাস্তবে রূপ দিয়ে দেশের আরও উন্নয়ন করতে হবে।
শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক মুহসীন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার আমেনা বেগম।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম