বগুড়ার শেরপুর উপজেলায় আজ ট্রাকচাপায় শিশু মোছা. লিমা খাতুন (৭) নিহত হয়েছে। সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরের নুর মোহাম্মদের মেয়ে।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, নিহত শিশুসহ তিনজন নানার বাড়িতে বেড়াতে আসে। পরে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে তারা শেরপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু লিমা খাতুন নিহত হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি বলে এই কর্মকর্তা জানান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার