মেহেরপুর পৌরসভার দুস্থদের মাঝে চার হাজার কম্বল বিতরণ করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। আজ সকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ব্যক্তিগত উদ্যোগে তিনি এ কম্বল বিতরণ করেন।
মেয়রের কম্বল নিতে শীতের সকালে কুয়াশা ও ঠান্ডা ভেদ করে শহীদ সামসুজ্জোহা পার্কে হাজির হন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দুস্থরা। এই হাড়কাপুনে শীতে কম্বল পেয়ে দুস্থদের মধ্যে উষ্ণতার উচ্ছাস দেখা যায়।
কম্বল পেয়ে আনন্দিত সত্তরোর্ধ অন্ধ বৃদ্ধা আসমা বেওয়া। কম্বল পেয়ে তিনি কম্বলটি কোলের মধ্যে জড়িয়ে রেখে আবেগ আপ্লুত হয়ে বলেন, চেয়ারম্যান (মেয়র) সাহেবকে খোদা হাজার বছর বাঁচায়ে রাখুক। এই শীতে কম্বল দিয়ে আমাদের খুব উপকার করেছেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু ।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল