নাটোরের সিংড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের সত্যতা স্বীকার করে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আঃ হাই বলেন, ২০১৫ সালের নাশকতার একটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।
যুবদল নেতা হাবিবুর রহমানকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিংড়া শহর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন