ঢাকার ধামরাই উপজেলায় চালক আমিজুদ্দিনকে (৩৫) গলাকেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়া কুন্ডু কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নীলফামারী জেলার ডোমার থানার মৌজাপান্ডং গ্রামের মফিজুরের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম হোসেন জানান, রাতে লাড়ুয়া কুন্ডু কাকরাইল এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৮/আরাফাত