নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী বাসের চাপায় অটোরিকশা চালক শামিম (২৫) নিহত হয়েছেন।
রবিবার উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। নিহত শামিম উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার আজিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শামিম তার অটোরিকশা নিয়ে গোলাকান্দাইল এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় সাওঘাট এলাকায় পৌঁছামাত্র দ্রুতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক শামিম নিহত হন। পরে পরিবারের লোকজন শামিমের লাশ নিজ বাড়িতে নিয়ে যান।
বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান