পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ফতেহমোহাম্মদপুর এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, ফতেহমোহাম্মদপুর কলাবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বেচার সময় মোস্তফাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আলমগীরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
আটকরা হলেন- শহরের নিউকলোনি ফতেহমোহাম্মদপুর এলাকার সুলতান কাজীর ছেলে মোস্তফা আলম মোস্তফা (৪২), ও আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩৫)।
বিডি প্রতিদিন/এ মজুমদার