নেত্রকোনার কেন্দুয়া ও ময়মনসিংহের আঠারোবাড়ি সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় ২ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ সোমবার সকালে কেন্দুয়া উপজেলার চকপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কেন্দুয়া সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে রওয়ানা দেয় ময়মনসিংহ-থ- ১১-১৬৯৯ একটি সিএনজি অটোরিকশা। সিএনজিটি ময়মনসিংহের আঠাবাড়ি সড়কের চকপাড়া এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী সুখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আনজু মিয়া (৫০) ও আল-আমিন (২৫) নামে দু'জনের মৃত্যু হয়। স্থানীয়রা নাদিরা (৩৫) ও কামাল উদ্দিনকে (৫৫) কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আহত রোকন উদ্দিন(৬০) নামের অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/মাহবুব