সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ। তিনি সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী তিন মাস ধরে জেলহাজতে থাকার সুযোগে দেবর ইমাম গাজী ওই গৃহবধূর কাছাকাছি আসার চেষ্টা করে। তার কুপ্রস্তাব বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা ইমাম গাজীকে মারধর করে। গত ২০ জানুয়ারি দুপুরে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ইমাম গাজী। এসময় গৃহবধূ চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি গ্রামের মাতব্বরকে জানালে দেবর ইমাম গাজী তাকে হত্যার হুমকি দেয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, ধর্ষণের চেষ্টার কথা শুনেছি। এ বিষয়ে সোমবার ওই গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন