গত এক সপ্তাহ ধরে হোল্ডিং বিল ফরম নেই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর শাখায়। এ কারণে গ্রাহকদের হোল্ডিং বিল প্রদান বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান যথাসময়ে বিসিসিতে হোল্ডিং বিল ফরম সরবরাহ না করায় সৃষ্টি হয়েছে এই সংকটের।
বিসিসি’র কর আদায় শাখার একাধিক কর্মকর্তা জানান, বেরাজ প্রিন্টার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বিসিসির প্রধান নির্বাহী কর্মকতা মো. ওয়াহিদুুজ্জামানের নিকটাত্মিয়। তিনি যোগদানের পর থেকে বিসিসির ছাপা সংক্রান্ত সকল কাজ বেরাজ প্রিন্টর্সকে দেওয়া হচ্ছে। অথচ ওই প্রতিষ্ঠান যথাসময়ের মধ্যে ফরম সরবরাহ না করায় বিসিসি’র বিভিন্ন শাখাগুলোকে নানা সময়ে বিপাকে পড়তে হয়।
কর শাখার উপ-কর কর্মকর্তা মো. তুহিন জানান, বিসিসির ৪৮ হাজার হোল্ডিং রয়েছে। এ জন্য বছরে ৭৫ হাজার বিল ফরম প্রয়োজন হয়। বিল ফরম শেষ হয়ে যাওয়ায় ১৫ দিন আগে বিসিসির ভান্ডার শাখা থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়।
ওই কর্মকর্তা আরো জানান, কর শাখায় কিছু ফরম মজুদ থাকায় সেগুলো দিয়ে কিছুদিন গ্রাহকদের বিল দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে ওই ফরমও শেষ হয়ে যাওয়ায় এখন আর গ্রাহকদের বিল দেওয়া যাচ্ছেনা।
সিটি করপোরেশনের ভান্ডার শাখার কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ওই ফরম ছাপানোর মতো ছাপাখানা বরিশালে না থাকায় ঢাকার বেরাজ প্রিন্টার্স নামে একটি প্রতিষ্ঠানকে দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্ত প্রতিষ্ঠানটি ফরম পাঠাতে দেরি করায় এই সংকটের সৃস্টি হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, ডিজিটাল ফরম ছাপাখানা বরিশালে না থাকায় ঢাকার একটি প্রিন্টার্স প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফরম কুরিয়ারের মাধ্যমে বরিশালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে কর শাখায় ফরম পৌঁছবে বলে নির্বাহী কর্মকর্তা আশ্বস্ত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার