কোচিং ফি’র টাকা না দিলে মিলছে না এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। এমন অভিযোগ করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীরা।
সরেজমিনে উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে গিয়ে এসএসসি পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ফরম পূরণের পর পরীক্ষার্থীদের অনিচ্ছা থাকা সত্ত্বেও কোচিংয়ের ব্যবস্থা করে স্কল কর্তৃপক্ষ। স্কুল চলাকালীন সময় দিনে ৫-৬ বিষয়ে পড়ানোর কথা বলে মাসে ৫শ টাকা কোচিং ফি ধরা হয়। কিন্তু কোচিংয়ে তেমন সাড়া না পেয়ে কোচিংয়ের শ্রেণি শিক্ষক পরিক্ষার্থীদের নাম হাজিরা খাতায় তুলে রাখে এবং মাস শেষে টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত এক সপ্তাহ ধরে আমাদের হুমকি দিয়ে আসছেন। আমরা যদি কোচিং ফি পরিশোধ না করি তবে আমাদের পরীক্ষার প্রবেশপত্র আটকিয়ে দেওয়া হবে। তাই আমরা দুঃশ্চিন্তায় আছি যদি প্রবেশপত্র না দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে চানতার গণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম বলেন, সকল পরীক্ষার্থীর নাম হাজিরা খাতায় তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী বৃহস্পতিবার প্রবেশপত্র প্রদান করা হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, কোচিং ফি’র সাথে প্রবেশপত্রের কোন সম্পর্ক নেই। যদি কোন প্রতিষ্ঠান এ কাজ করে তবে তা অন্যায়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান