পুলিশি অভিযানে নোয়াখালীর মাইজদীতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুলিভর্তি একটি কাটা-রাইফেল ও একটি পিস্তলসহ ৭ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি ধারালো চাইনিজ কুড়ালও জব্দ করা হয়েছে। শহরের পৌর বাজারে অবস্থিত আলু গুদামের দ্বিতীয় তলার ছাদ থেকে ওই যুবকদের আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর আহম্মেদ, ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে বাজারের আলু গুদামের দ্বিতীয় তলার ছাদ থেকে অস্ত্রসহ ৭ যুবক আটক হন। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর আহম্মেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে আটককৃত ৭ যুবক সংঘবদ্ধ হয়ে কোনো অপরাধমূলক কাজ করার উদ্দেশে ওই স্থানে অবস্থান করছে।’
তিনি আরও জানান, আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ