ঈশ্বরদীতে অটোচালকের ছদ্দবেশে থাকা ২ ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শহরের শেরশাহ রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অটোচালকের ছদ্দবেশে গ্রাহকের কাছে কৌশলে ইয়াবা পৌঁছে দিয়ে আসছিলেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার সময় অভিযান চালিয়ে শহরের শেরশাহ রোড কোবা মসজিদ মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৭ পিস ইয়াবা, ১টি অটোরিকশা ও ১টি নম্বরবিহীন মোটরসাইকেল।
এছাড়া ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করে তাদের বৃহস্পতিবার সকালে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
আটককৃতরা হলেন বাংলাদেশ সুগারক্রপ ইনিস্টিটিউট ফার্ম এলাকার রেজাউল করিমের ছেলে নাজিম উদ্দিন (২৫) ও শেরশাহ রোড কোবা মসজিদ এলাকার রোহানুর রহমান আজমল (২৫)।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ