সিরাজগঞ্জ 'ল' পরীক্ষার কেন্দ্র বাতিলের প্রতিবাদ ও পুনঃবহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার শহরের মুজিব সড়কে কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী শহিদুল ইসলাম আকাশ, আনোয়ার হোসেন মাসুদ ও গোলাম রেজা কবির প্রমুখ। বক্তরা বলেন, কলেজের ৯৯ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এর মধ্যে চারজন ছাত্রী গর্ভবর্তী ও ৫ জনের দুগ্ধপোষ্য শিশু রয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা অর্থনৈতিকভাবে অস্বচ্ছলতার কারণে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে গিয়ে পরীক্ষা দেয়া অসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় আগের ন্যায় সিরাজগঞ্জ জেলায় কেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/মাহবুব