বগুড়ার শাজাহানপুর উপজেলায় পাওয়ার প্লান্ট প্রকল্পের শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শাজাহানপুর উপজেলার বীরগ্রাম থেকে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি পাবনা জেলার ভাংগুড়া থানার উত্তর মেন্দা গ্রামের আব্দুস সামাদের পুত্র আইয়ুব আলীর (৪০)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, নিহতের ব্যাপারে প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইয়ুবের লাশ পল্লী বিদ্যুতের পাওয়ার প্লান্ট প্রকল্পের নিমার্ণাধীন প্রাচীরের পাশে পাওয়া যায়। সে উপজেলার বীরগ্রামে কনফিডেন্স গ্রুপ পাওয়ার প্লান্ট প্রকল্পে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার