নেত্রকোনা জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারী সংগঠন জনউদ্যোগ। আজ মোক্তারপাড়া প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
সাংবাদিক নেতা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, প্রেসক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, আলোকিত নেত্র সম্পাদক মনিরুজ্জামান, সাবংবাদিক এ কে এম আব্দুল্লাহ, বারসিকের অহিদ রহমান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভির জাহান চৌধুরী, বারসিকের হেপি রায় প্রমুখ।
এসময় বক্তারা বিদ্যুতের দাবীর পাশাপাশি যারা বিদ্যুতের বিল সময়মত পরিশোধ করেন না তাদের প্রতিও আহ্বান জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সুনাগারিকের দ্বায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার